নালিতাবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল, কৃষকদলের সদস্য সচিব মোঃ বাচ্চু, সাবেক উপজেলা, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুকন, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ারসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার আদায়ে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”










