কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের মাছ মরার ঘটনায় গ্রাম্য সালিসে দায়ী সাব্যস্ত করে ৬ লাখ টাকা জরিমানা ধার্য্য করায়, তা দিতে অস্বীকৃতি জানানোয় নিরাপত্তাহীনতায় ভুগছেন এক নারী।
ভুক্তভোগী জোসনা আক্তার (৪০) বৃচিকনী ইউনিয়নের গড়াডোবা— গ্রামের রহমত উল্লাহ’র স্ত্রী। তিনি গত ২৮ অক্টোবর সন্ধ্যায় কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে একই গ্রামের চারজনকে আসামি করা হয়েছে- জালাল (৩০), হৃদয় (৩৪), ৩. জামাল (৩৪), সুলতান মিয়া (৬০)।
জোসনা আক্তারের অভিযোগ, বিবাদীরা পরস্পর আত্মীয় (ভাই ও চাচাতো ভাই) এবং দীর্ঘদিন ধরে তার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলমান। সেই বিরোধের জের ধরে তারা ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মাছ মেরে ফেলার অভিযোগ আনে। ঘটনার ১৫ দিন পর গ্রাম্য সালিস ডেকে তাকে দায়ী করে ৬ লাখ টাকা জরিমানা ধার্য্য করা হয়।
তিনি আরও জানান, টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা তার বাড়ির প্রবেশপথ বাঁশ দিয়ে আটকে দেয়, ফলে তিনি গৃহবন্দি হয়ে পড়েন। পরে ৯৯৯ এ ফোন করলে কেন্দুয়া থানা পুলিশের এসআই শহীদ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এখন তিনি বাড়িছাড়া, কারণ বিবাদীরা টাকা না দিলে খুনের হুমকি দিচ্ছে।
জোসনা আক্তার অভিযোগে নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি মিজানুর রহমান) বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










