ভালুকা প্রতিনিধি: নানা কর্মসুচীর মধ্যদিয়ে ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বিকালে জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম সমর্থিত পৃথক ভাবে যুবদলের দুটি মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহসড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সকালে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারন সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল পৃথকভাবে দুটি মিছিল বের করেন।

দিবসটি পালন উপলক্ষে জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুদ্র,মাজহারুল ইসলাম,মনির খান ওয়ার্ড,মাহমুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।