নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ নগরের বড় কালীবাড়ি এলাকায় বন্ধুসংঘ শ্যামাপূজা মণ্ডপে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১ টার দিকে এই ঘটনায় কমিটির সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হন। পুলিশ অভিযুক্ত মামুন নামের এক যুবককে আটক করেছে। অভিযুক্ত মামুন আহমেদ (৩৫) একই এলাকার বাসিন্দা।

আহতরা হলেন, বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ্যামাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭), মানিক সরকার (২৮) এবং তার স্ত্রী ভারতী সরকার (২৪)। ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পূজা কমিটির সভাপতি রতন পাল জানান, প্রতিবারই পূজার সময় মামুন তাঁদের কাছে চাঁদা চাইত। এবারও টাকা না দেওয়ায় তিনি সাধন সরকার, মানিক সরকার ও ভারতী সরকারকে ছুরিকাঘাত করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিবিরুল ইসলাম বলেন, মণ্ডপে গিয়ে মামুন একজনের কাছে চাঁদা দাবি করেন। বাগবিতণ্ডার সময় মানিক সরকারের গলায় ছুরিকাঘাত করা হয়। ভারতী এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। সাধন সরকারও তাঁদের রক্ষা করতে গিয়ে আহত হন। অভিযুক্তের বিরুদ্ধে আগেও মারামারির মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং কমিটির সদস্যরা নিরাপত্তার জন্য পুলিশের উপস্থিতি নিশ্চিত করেছেন।