নকলা প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের পুত্র। দুই সন্তানের জনক বাদশা মিয়া পেশায় ছিলেন কৃষক।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নকলা পৌরশহরের কাচারী মসজিদের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা মিয়া বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। সেদিন উপজেলা যুবদলের উদ্যোগে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় অংশ নিতে তিনি মিছিলসহ যোগ দেন।

এসময় হঠাৎ তিনি অসুস্থতা বোধ করলে সভাস্থল ত্যাগ করে কাচারী মসজিদের সামনে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মালিহা নুঝাত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাদশা মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাদশা মিয়ার মৃত্যুর খবরে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন,

হৃদরোগে আক্রান্ত হয়ে বাদশা মিয়ার মৃত্যু হয়েছে। তার মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।