ভালুকা প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে পুনর্বহাল করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৪অক্টোবর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনঃরায় দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে।এতে তিনি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

২০২৪ সালের ৫আগস্টের পর ভালুকা উপজেলার বাটারফ্লাই এলাকায় চাঁদাবাজির বিষয়ে,সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইনে অপপ্রচার করে। পাশাপাশি তার বিরুদ্ধে ভালুকার ব্র্যাক এনজিওর নার্সারির জমি দখলের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গত বছরের ১সেপ্টেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাচ্চুর দলীয় পদসহ প্রাথমিক সদস্য বাতিল করা হয়।

ওই সব ঘটনায় বিএনপির হাই কমান্ডের নির্দেশে বিএনপি নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ৩ সেপ্টেম্বর বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫-২০জনের বিরুদ্ধে ভালুকা থানায় একটি মামলা করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা মামলাটি দীর্ঘ তদন্ত শেষে কোনো প্রকার অভিযোগের সত্যতা পাননি। পরবর্তী সময়ে তিনি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বৃহস্পতিবার (১৬অক্টোবর) ময়মনসিংহের আমলি আদালত তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে খালাস প্রদান করেন।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দীর্ঘদিন ধরে ভালুকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পুনর্বহালের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এ বিষয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি ৪৪টি মামলা, পাঁচবার কারাবরণ করেছি ও গুলিবিদ্ধ হয়েছি। এমনকি দলীয় বহিষ্কারাদেশ নিয়েও দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছি। বহিষ্কারাদেশ প্রত্যাকার করায় আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। তিনি এ জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও জানান, ভালুকার মানুষের ভালোবাসা তাকে দায়িত্ব পালন ও দলের প্রতি আরও নিবেদিত হতে উৎসাহিত করছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ভালুকার প্রতিটি মসজিদে তিনি সকল নেতাকর্মীদেরকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও আমার জন্য দোয়া করার জন্য আহ্বান করেছি। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয়ভাবে ফখরুদ্দিন বাচ্চুর ফিরে আসায় ভালুকা উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি পুনরায় চাঙ্গা এবং মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করেন।