স্টাফ রিপোর্টার:

বিএনপির সাবেক কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য গণমানুষের নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন , ৩১ দফা বাস্তবায়ন ও দেশের জনশক্তিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনসম্পদে রূপান্তর করতে হবে। ভালুকার সম্ভাবনাময় পরিবেশবান্ধব শিল্পাঞ্চলে বেকারদের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগে ভূমিকা রাখতে হবে বিশ্বমানের শিল্প প্রতিষ্ঠান গড়তে হবে। তিনি আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকার উৎখাত করতে আমি সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে হামলা মামলার শিকার হয়ে জেল জুলুম সহ্য করে দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছি। দল থেকে বহিষ্কার করলো আমি আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে সকল কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছি। যার প্রতিদান হিসেবে দল আমাকে দলীয় সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন। আমার বিশ্বাস দলীয় ত্যাগীতিকথা মূল্যায়ন করলে দল অবশ্যই আগামী নির্বাচনে আমাকে ধানের শীষের মনোনয়ন দিবেন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

ময়মনসিংহের ভালুকা উপজেলা মল্লিক বাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মল্লিকবাড়ি শহীদ নাজিমুদ্দিন স্কুল ও কলেজ মাঠে গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ মন্ডল এর সভাপতিত্বে গণসমাবেশে ময়মনসিংহ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, ড্যাব, জিয়া পরিষদ ও পেশাজীবী সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, শিক্ষাবিদ অধ্যক্ষ আমির হোসেন, অধ্যক্ষ সাইখুল ইসলাম মল্লিক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডক্টর এ কে আজাদ, ডাক্তার তোফায়েল আহমেদ, প্রকৌশলী আসিফ মোহাম্মদ হামজা, শিক্ষক নেতা অধ্যাপক মতিউর রহমান, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক আহসানুল্লাহ খান রুবেল, সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপি'র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান, গুলজার হোসেন, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক আহসানুল্লাহ খান রুবেল, সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদসহ বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, পেশাজীবী পরিষদ, ওলামাদল, ছাত্রদল, হিন্দু-বুদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের জেলা-উপজেলা, ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ গনসমাবেশে বক্তব্য রাখেন। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আরো বলেন, ভালুকার সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের আমি আমার জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সকল কাজে অতীতের আপনারা আমার পাশে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন আশা রাখি। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।