মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নেত্রকোণা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্বাক্ষর করে ওই আহ্বায়ক কমিটি গঠন করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা সদস্য সচিব ও সদস্য বীর মুক্তিযোদ্ধা মিছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (কেনু), বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলীর নাম উল্লেখ কমিটি গঠন করা হয়। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ওই কমিটি প্রকাশ করা হয়।