নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে দক্ষিণ, উত্তর ও মহানগর যুবদল। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানানো হয় দলীয় নেতাকর্মীদের।

সোমবার (২৭অক্টোবর) পৃথক পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এর মধ্যে দক্ষিণ যুবদলের র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শিব্বির আহম্মেদ ভুলু, শামীম আজাদ, দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন, সাধারন সম্পাদক দিদারুল ইসলাম খান রাজু প্রমূখ।

মহানগর যুবদলের র‌্যালীতে সংগঠনের সভাপতি মোজাম্মেল হক টুটুর নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায় কলিটন আকন্দ, সদস্য নজরুল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদ প্রমূখ।

এছাড়াও জেলার ফুলপুরে উত্তর জেলা যুবদলের পক্ষে বর্নাঢ্য র‌্যালী করেছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক মো: সুজাউদ্দৌল্লাহ সুজা। নগরীতে উত্তর জেলা যুবদলের পক্ষে র‌্যালী করেছেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সালমান ডুনন। এসব কর্মসূচিতে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।