ধোবাউড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাটের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সামলান ওমর রুবেল ভাইয়ের পক্ষের স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে সংগঠিত করা। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও যুবদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানস্থল ছিল আনন্দমুখর ও স্লোগানে মুখরিত।