কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি সাহাব উদ্দিন রিপন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সামনে জাতীয় নির্বাচন । দলের নীতি নির্ধারকরা যাকেই মনোনয়ন দিবেন, আমি তাঁর পক্ষে কাজ করবো । কেন্দুয়া-আটপাড়ার জনগণ আমার পাশে থাকবেন, আমি সুখে-দুঃখে আপনাদের সঙ্গে থাকতে চাই ইনশাআল্লাহ।”

আলোচনা সভা শেষে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় ।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকনের নেতৃত্বে সাবেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুরুজ আলী ভূইয়া । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন খোকন ।

অন্যদিকে, উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ হলরুমে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাধারন সম্পাদক উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের উদ্যোগে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর খসরু ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহসভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান, ‘আমরা জিয়া পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন শফিক সোহাগ, মেজর সিদ্দিকসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।