জামালপুর সংবাদদাতা : জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লীতে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়া দুই কিশোরীকে পাঁচ বছর পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে জামালপুর বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে একজনের বয়স ১৬ বছর, অন্যজনের ১৫। তাদের একজন সিরাজগঞ্জের ও অপরজন গাজীপুর জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে গাজীপুর থেকে বৃষ্টি নামের এক নারী একটি কিশোরীকে এয়ারপোর্ট এলাকায় পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যান এবং সেখানেই বিক্রি করে দেন। অন্য কিশোরীকে তিন বছর আগে গাজীপুরের চান্দুরা এলাকার এক যুবক গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে একই যৌনপল্লীতে বিক্রি করে দেয়। পরে যৌনপল্লীর সর্দারানীরা তাদের জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করে।
দীর্ঘদিন বন্দিদশায় থাকার পর রোববার বিকেলে তারা কৌশলে যৌনপল্লী থেকে পালিয়ে জামালপুর বাসস্ট্যান্ডে পৌঁছায়। এ সময় খবর পেয়ে যৌনপল্লীর সর্দারানীরা তাদের ধরে আনার চেষ্টা করে। তবে স্থানীয় লোকজন ও মানবাধিকার কর্মীরা বাধা দেন এবং পরে পুলিশ এসে দুই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, প্রায়ই যৌনপল্লী থেকে এভাবে কিশোরী উদ্ধার করা হলেও সর্দারানীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মানবপাচার প্রতিরোধ আইনে মামলা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গনমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।










