ডেস্ক রির্পোট : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সোহাগ মিয়া (২০) হত্যা মামলার পলাতক আসামি মোঃ বদিউজ্জামান বদি (৫২) গ্রেফতার করেছে ময়মনসিংহের র‌্যাব-১৪।

রবিবার বিকেলে গনমাধ্যমে পাঠানো র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১২ আগষ্ট জমি সংক্রান্ত বিরোধে সোহাগ মিয়া খুন হয়। এই ঘটনায় র‌্যাব-১৪ আসামীদের ধরতে তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বদিউজ্জামান বদি গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মামলার আরেক পলাতক আসামী মামুনুর রশিদ (৩৫) আগে ২৩ আগস্ট গাজীপুর জেলার শ্রীপুর থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বদিউজ্জামান বদির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।