নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর দলের স্থানীয় একাংশের মধ্যে অসন্তোষ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভির আহমেদ রানার সমর্থকরা এ প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে ময়মনসিংহ-৬ আসনে আখতারুল আলম ফারুকের নাম প্রকাশ করা হয়।

মনোনয়ন ঘোষণার পরপরই তানভির আহমেদ রানার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে মিছিল করেন। তারা অভিযোগ করে বলেন, তানভির আহমেদ রানার বাবা মরহুম ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদ বিএনপি থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাকে উপেক্ষা করে চাচাতো ভাই আখতারুল আলম ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে, যা অন্যায় সিদ্ধান্ত।

বক্তারা আরও বলেন, এই মনোনয়ন পরিবর্তন না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

অপরদিকে, মনোনয়ন না পাওয়া তানভির আহমেদ রানা তার ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, আজ থেকে আমাদের বিজয়ের যাত্রা শুরু হলো। মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি; ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে ফুলবাড়ীয়ায় আমরা ইতিহাস রচনা করবো ইনশাল্লাহ।

অন্যদিকে, মনোনয়ন পাওয়া আখতারুল আলম ফারুক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এসব কিছুই না, সব ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, আখতারুল আলম ফারুক ও তানভির আহমেদ রানা চাচাতো ভাই এবং তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের বাঁশদী গ্রামে একই পরিবারের আবাসে অবস্থিত।