অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ৬৪ জেলার মধ্যে ২৬টির সবগুলো আসনে প্রার্থী দিলেও ৩৮ জেলায় ৬৩টি আসন খালি রেখেছে দলটি। এর মধ্যে একটি জেলায় কোনো প্রার্থীই দেওয়া হয়নি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩৭টি আসনে প্রার্থীর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে।
দলটির প্রকাশিত তালিকা অনুযায়ী, বাগেরহাট জেলার তিনটি আসনের কোনোটিতেই প্রার্থী ঘোষণা করা হয়নি। তালিকায় জেলার তিন আসনের ঘর খালি রাখা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, খালি রাখা ৬৩ আসনের মধ্যে প্রায় ৪০টি আসন জোটের শরিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
অবশিষ্ট ২৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করতে এখনও আলোচনা চলছে। এসব আসনে প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দলীয় সূত্র বলছে, বিএনপি ধীরে ধীরে বাকি আসনগুলোতে জোট ও স্বাধীন প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে।

 
							
 
							
 
							
                        
 
							








