মোহনগঞ্জ প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষে নেত্রকোনা জেলা পর্যায়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা দত্ত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পরে ৪ নভেম্বর বিকালে সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শামীমা ইয়াসমিন। বক্তব্য রাখেন দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান।
নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান কুইজ ও রচনা প্রতিযোগিতা ছাড়াও গত ১৯ জুলাই জেলা পর্যায়ে গ্রাফিতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গ্রাফিতি প্রতিযোগিতায় মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বিজয় হয়েছিল। ৩ নভেম্বর মোহনগঞ্জ উপজেলা পর্যায়ে কুইজ ও রচনা প্রতিযোগিতায় আদর্শ স্কুল ও পাইলট স্কুলের চারজন প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী অংশগ্রহণ করে জেলা পর্যায়ে বিজয়ী হয়।
উপজেলা পর্যায়ে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা ইসলাম সাবা প্রথম স্থান অধিকার করেছিল। অত্র বিদ্যালয়ের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অংশগ্রহণ করেছিল বায়েজীদ হাসান তামিম, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল আতিক হাসান সৌরভ, রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল তানহা চৌধুরী স্নেহ। উক্ত চারজনই জেলা পর্যায়েও বিজয়ী হয়েছে।
গ্রাফিতি প্রতিযোগিতায় জেলা প্রশাসকের কাছ থেকে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে শিক্ষক মির্জা বায়েজীদ শিক্ষার্থী শাফায়েত হাসান হিমেল ও সাবিহা ইসলাম সাবা। আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান ও শিক্ষার্থীরা।










