অনলাইন ডেস্ক : হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও যৌন-প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে দিনব্যাপী এক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) কিশোরগঞ্জের একটি হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে সিরাক-বাংলাদেশ। অনুষ্ঠানটি আয়োজন করা হয় সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা’র অর্থায়নে এবং ইউএনএফপিএ বাংলাদেশ-এর সহায়তায়, ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের আওতায়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাক-বাংলাদেশের উপপরিচালক (প্রোগ্রাম) মো. সেলিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ ও ডা. মিনহাজুর রহমান।
সভাপতির বক্তব্যে খন্দকার মাহবুবুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে যুবদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। সরকার ও এনজিওর পাশাপাশি তরুণরাই পরিবর্তনের সহায়ক শক্তি। হাওর অঞ্চলের তরুণরাই তাদের অভিজ্ঞতা দিয়ে টেকসই সমাধান গড়ে তুলতে পারে। এমন কর্মশালা যুবদের মতামতকে নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিফলিত করতে সহায়তা করবে।
কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ৩০ জন ছেলে-মেয়ে ও তৃতীয় লিঙ্গের তরুণ কর্মশালায় অংশগ্রহণ করেন। তারা বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে কী ধরনের বাধা সৃষ্টি হয় এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলায় যুব নেতৃত্বে স্থানীয় সমাধান কেমন হতে পারে সে বিষয়ে মতামত তুলে ধরেন।
কর্মশালাটি পরিচালনা করেন সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহিনা ইয়াসমিন, সহায়তায় ছিলেন নেটওয়ার্ক অফিসার মো. কামরান মিয়া ও প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট কথা মণ্ডল দৃষ্টি।
কর্মশালায় প্রাপ্ত মতামত, অভিজ্ঞতা ও সুপারিশসমূহ পরবর্তীতে জাতীয় শ্বেতপত্রে অন্তর্ভুক্ত করা হবে। যা ভবিষ্যতে যুবকেন্দ্রিক ও জলবায়ু সহনশীল যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
বাংলাদেশের হাওর অঞ্চল, যেখানে বন্যা, জলাবদ্ধতা ও ভৌগোলিক বিচ্ছিন্নতা জীবনের অংশ—সেখানে জলবায়ু পরিবর্তনের কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বকে কার্যকর করতে এই কর্মশালাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 
							
 
							
 
							
                        
 
							







