নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি তার একক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রাথমিকভাবে দলটি ২৩৭টি আসনে প্রার্থী মনোনীত করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আসনভিত্তিক প্রার্থী তালিকা হলোঃ
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ-২ (ফুলপুর ও তারাকান্দা) মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) মোঃ আখতারুল আলম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) লুতফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ (নান্দাইল) ইয়াসের খাঁন চৌধুরী, ময়মনসিংহ-১১ (ভালুকা) ফকর উদ্দিন আহমেদ।
তবে ময়মনসিংহ-৪ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও উপজেলা) আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সময় এই দুই আসনের প্রার্থীও ঘোষণা করা হবে।

 
							
 
							
 
							
                        
 
							







