অনলাইন ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১১৩ আসনে নতুন প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা এর আগে সংসদ নির্বাচনে অংশ নেয়নি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকা ঘোষণা করেন।

নতুন প্রার্থীদের মধ্যে নতুন মুখের সঙ্গে দলীয় হেভিওয়েট প্রার্থী যেমন বেগম খালেদা জিয়া, তারেক রহমানও রয়েছেন।

নতুন প্রার্থীদের মধ্যে অনেকে আগে কখনো জাতীয় নির্বাচনে অংশ নেননি, আবার অনেক প্রার্থী পূর্ব নির্বাচনে অংশগ্রহণকারী ও দলের অভিজ্ঞ নেতৃবৃন্দ।

বিএনপি জানিয়েছে, এই প্রাথমিক তালিকা মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পরে কার্যকর হবে। এছাড়া, যেসব আসনে জোট বা শরিক দলের সমঝোতা বাকি, সেগুলোতে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।