নিজস্ব প্রতিনিধি: নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুল।
শনিবার (১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সদরের গোপালনগর এমদাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আয়োজিত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তোমাদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমই পারে এই দেশকে বদলে দিতে। যদি সমাজ থেকে ঘুষ, দুর্নীতি ও লুটপাট নির্মূল করা যায়, তবে বাংলাদেশকে প্রকৃত অর্থে সোনার বাংলায় পরিণত করা সম্ভব।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা নৈতিক ও পারিবারিক মূল্যবোধে সমৃদ্ধ। তারা কখনোই তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে না। কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত অনেকেই আজ মানবিকতা হারিয়ে ফেলছে, এটি আমাদের জন্য চিন্তার বিষয়।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান এবং সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল করিম।
অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 
							
 
							
 
							
                        
 
							







