স্টাফ রিপোর্টার : বিএনপির সাবেক কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য গণমানুষের নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশ চলাকালে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়নের খবর ঘোষণার পর হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে এবং খালেদা জিয়া, তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের প্রতি শুকরিয়া আদায় করে মোনাজাত করেন।
বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠানের সভাপতিত্বে গণসমাবেশে ময়মনসিংহ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ কারী, জিয়া পরিষদের নেতা শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর এ কে আজাদ, অধ্যক্ষ সাইখুল ইসলাম মল্লিক, ডাক্তার তোফায়েল আহমেদ, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক আহসানুল্লাহ খান রুবেল, সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপি'র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান, গুলজার হোসেন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদসহ বিএনপি, যুবদল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, পেশাজীবী পরিষদ, ওলামাদল, ছাত্রদল, হিন্দু-বুদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের জেলা-উপজেলা, ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ গনসমাবেশে বক্তব্য রাখেন। এদিকে মনোনয়ন পাওয়ার খবরের পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মী ভালুকার ফখরুদ্দিন আহমেদ বাসভবনে ছুটি আসেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালনের আহ্বান জানান ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ।

 
							
 
							
 
							
                        
 
							







