কলমাকান্দা প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোনার কলমাকান্দায় সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মো. বজলুর রহমান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১ হাজার ৯৮৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৮৯ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে মো. তারা মিয়া (গরুর গাড়ি) এবং সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল বেগ (হাড়িকেন) বিজয়ী হন।
বিজয়ী অন্য পদাধিকারীরা হলেন- কার্যকরী সহসভাপতি মো. ফরিদ আহম্মেদ (কাপ-প্লেট), সহ-সভাপতি মো. সাজু আহম্মেদ (আম),
সহ-সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া (ফুটবল), সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম (নিশান) ও দপ্তর সম্পাদক মো. হান্নান তাং লালছু (দোয়েল পাখি)।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মো. মিলন আকন্দ এবং কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া।
নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। স্থানীয় শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর এমন গণতান্ত্রিক ও উৎসবমুখর নির্বাচনে অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট। নবনির্বাচিত নেতাদের কাছে তারা শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।









