নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ইয়াসিন মিয়া (২৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গর্ভবতীও রয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছনাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিনের পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে যান। তখন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহতদের প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মিয়ার মৃত্যু হয়। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।