নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে চারদিনব্যাপী সংগীত ও আনন্দময় শিক্ষা বিষয়ক স্বল্পকালীন প্রশিক্ষণ শেষে রঙিন আয়োজনে সম্পন্ন হয়েছে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মোহনগঞ্জের হাওরপাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে তেতুলিয়া মির্জা বাড়ির হিজলবাগানে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমন চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা ওসমানী এবং অধ্যাপক সুজন কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইস মনরম।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এম. এ. মোমেন খান ও অর্জুন বিশ্বাস। পুরো প্রশিক্ষণ কর্মসূচির প্রধান প্রশিক্ষক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রতচারী প্রশিক্ষক বিমান তালুকদার।

বিশেষ সহযোগিতায় ছিলেন ঝলক চৌধুরী, মাহিদুল ইসলাম শাওন ও সুমন সূত্রধর। ঢাকায় অবস্থান করেও অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেন মির্জা মেহেদী হাসান।

চারদিনের এই প্রশিক্ষণে শিশু ও কিশোরদের অংশগ্রহণে চলে সংগীত, ছন্দ, ছড়া ও দলীয় পরিবেশনার চর্চা। সমাপনী দিনে তাদের প্রাণবন্ত পরিবেশনায় হাওরপাড়ের প্রাকৃতিক প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে গ্রামের শিশু-কিশোরদের আনন্দময় শিক্ষার ধারায় যুক্ত করা ও সাংস্কৃতিক বিকাশের সুযোগ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য।