বারহাট্টা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতার ধারপ্রান্তে রয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

২৫ অক্টোবর শনিবার নিজের নির্বাচনী এলাকা বারহাট্টা এলাকায় নিজের গ্রামে মতবিনিময় সভায় ড্যানী আরও বলেন, বিগত ১৭ বছরে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দলের চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে বিএনপিকে সুসংগঠিত করেছেন।

ড্যানী বলেন, আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেলে এবং এমপি হতে পারলে, নেত্রকোনার দুই আসনের গ্রামাঞ্চলের রাস্তা আর কাঁচা থাকবে না। কারিগরি শিক্ষা থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে এবং শিক্ষিত কেউ বেকার থাকবে না।

তিনি আরও বলেন, বিগত সময় অনেকেই ভোট দিতে পারেননি। বিএনপির আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। আগামী নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে একজন এমপি নির্বাচিত হওয়ার স্বাদ অনুভব করতে পারবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং নেত্রকোনা জেলা ও বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

ড্যানীর এই সভার পাশাপাশি আগামী শনিবার বারহাট্টায় বড় পরিসরে মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।