সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই শিশুর মধ্যে একজনকে স্থানীয়রা উদ্ধার করেছেন, তবে অপর শিশু এখনও নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া এলাকায় মোতাহার হোসেনের ছেলে নুরুউদ্দিন (৭) এবং তার মামাতো ভাই খোকন মিয়ার ছেলে হাবিব (৪) নদীতে গোসল করতে নেমে স্রোতের ঘূর্ণিতে ডুবে যায়। স্থানীয় এক জেলে নুরুউদ্দিনকে ডুবুডুবু অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।
অপর নিখোঁজ শিশু হাবিবকে উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া জানান, স্রোত খুবই প্রবল হওয়ায় শিশুটিকে উদ্ধার করা যাচ্ছে না।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।










