অনলাইন ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ স্বামী কর্তৃক স্ত্রীকে অন্য পুরুষের মাধ্যমে টানা তিন দিন ধর্ষণ করানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সকল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলেন: ধর্ষিতার স্বামী রাজু আহমেদ (২৬), বেলাল হোসেন (৩৫), হৃদয় (২৫), মহিন (২৬) ও আবুল কালাম (৪৫)।

ঘটনাটি ঘটে কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকায় ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ গনামধ্যমকে জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার বিবরণ অনুযায়ী, স্ত্রী বিউটি আক্তার (২০, ছদ্মনাম) ২০২৩ সালে রাজু আহমেদের সঙ্গে বিবাহিত হন। বিয়ের পর স্বামীর নেশাগ্রস্ত থাকার কারণে বিবাহিক জীবন উপযুক্তভাবে চলছিল না। চলতি মাসে উভয় পরিবারের উপস্থিতিতে বিউটিকে পুনরায় স্বামীর বাড়িতে নেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৫ অক্টোবর মিরশ্বানী এলাকার ব্রিক ফিল্ডে এক ঘরে অবস্থানকালে ১৬ অক্টোবর রাত ১০টার সময় বেলাল ও আবুল কালাম রুমে প্রবেশ করেন। এরপর স্বামী রাজুর উপস্থিতিতে বেলাল প্রথম ধর্ষণ করেন। ১৮ অক্টোবর রাতে হৃদয় ও মহিন পালাক্রমে রুমে প্রবেশ করে একই ধরনের ধর্ষণ করেন। ২০ অক্টোবর রাতে হৃদয় ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার করলে তিনি পালিয়ে যান।