নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরখরিয়াকান্দা গ্রামের আল-আমিনের কিশোরী কন্যা মোছা. আজমেরী আক্তার নিখোঁজ হওয়ার তিন বছর পার হলেও এখনো ঘরে ফেরেনি। পরিবারের সদস্যরা প্রতিদিন তার ফেরার আশায় দিন গুনছেন।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ জানুয়ারি সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আজমেরী। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ আজমেরী আক্তার (বর্তমানে বয়স ১৭) স্থানীয় আবাবিল মহিলা কওমি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, মুখ গোলাকার এবং উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। নিখোঁজের সময় সে সেলোয়ার কামিজ ও কালো বোরকা পরেছিল বলে জানায় পরিবার।

আজমেরীর বাবা আল-আমিন বলেন, “তিন বছর কেটে গেল, কিন্তু আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি যেন মেয়েটা নিরাপদে ফিরে আসে।”

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “আমি ২০২৪ সালের শেষ দিকে থানায় যোগদান করেছি। এখন পর্যন্ত আজমেরী বিষয়টি নিয়ে কেউ থানায় আসেননি। যদি পরিবার যোগাযোগ করে, তাহলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।”