ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দুর্বৃত্তরা বাইরে থেকে তালা বেঁধে এক পরিবারের বসতঘরে আগুন দিয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণ পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পোনে দুইটার দিকে দুর্বৃত্তরা মিজানুর রহমান সোহাগের টিনশেড বাড়ির মূল গেট বাইরে থেকে তালা মেরে দেয়। এরপর ঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয় তারা।
গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে ঘুম ভাঙে। বাইরে যেতে গিয়ে দেখি গেট তালাবদ্ধ। পরে গেট ভেঙে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নেভাতে সহায়তা করেন।
তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষতি না হলেও পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার পর মিজানুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ভালুকা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, অগ্নিসংযোগের কারণ অনুসন্ধানে কাজ চলছে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।










