অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামের এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য নাজমুল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরমান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার পুত্র। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক ছেলে সন্তানের জনক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য রাত্রীকালীন জরুরি ডিউটিতে ছিলেন। তারা কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে একটি ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় ট্রাক পেছন দিক থেকে এসে পুলিশের পিকআপ ভ্যানের ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি সড়কের পাশে নিচে পড়ে যায় এবং ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল গুরুতরভাবে আহত হন।
সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান গনমাধ্যমকে জানান, জরুরি ডিউটির সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আমাদের পুলিশ সদস্য নাজমুল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।









