নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ছাইদুল ইসলাম (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ছাইদুল ইসলাম উপজেলার কামারিয়া ইউনিয়নের মৃত একে এম ফজলুল হকের পুত্র এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদের চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান গনমাধ্যমকে বলেন, ছাইদুল ইসলাম ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী। তাকে গ্রেফতারের পর থানায় মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।