নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোণার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর রাজন তালুকদার (২৬) নামের এক চা দোকানির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে স্বরমুশিয়া ইউনিয়নের পুগলগাঁও গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত রাজন তালুকদার ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় চৌরাস্তা বাজারে একটি চায়ের দোকান চালাতেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, রাজন গত রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাজারে যান। পরে দোকান খোলা রেখেই তিনি অন্যদের দোকান বন্ধ করার কথা বলে বেরিয়ে পড়েন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মঙ্গলবার বিকেলে স্থানীয়রা রাজনের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে পলিথিনে মোড়ানো গাঁজা সদৃশ বস্তুও উদ্ধার করেছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান গনমাধ্যমেক বলেন, রাজন প্রায়ই কাউকে কিছু না বলে চলে যেতেন। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ ও রহস্য উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।