অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে বসবাসরত ময়মনসিংহের প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন ‘ময়মনসিংহ সোসাইটি যুক্তরাজ্য’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
বুধবার (২২ অক্টোবর) লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির সূচনা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য একটি ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে ফেরদৌস আহমেদ সভাপতি এবং হারুন অর রশিদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমিটিতে রয়েছেন- মজিবর রহমান স্বপন সিনিয়র সহ-সভাপতি, আরিফুল ইসলাম উজ্জ্বল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ সোহেল মিয়া সাংগঠনিক সম্পাদক।
অন্যান্য সদস্যদের মধ্যে আছেন: সামিদুল ইসলাম (কোষাধ্যক্ষ), রানা তালুকদার (দপ্তর সম্পাদক), তানবির আহমেদ (প্রচার সম্পাদক), তাহমিনা হোসেন ইতি (মহিলা বিষয়ক সম্পাদিকা), শরীফ উজ্জামান রাফসান (ছাত্রবিষয়ক সম্পাদক), মুসফিকুর রহমান সুপ্ত (ক্রীড়া সম্পাদক), ওমর ফারুক খান রায়হান (ধর্ম বিষয়ক সম্পাদক), ফাহিম আহম্মেদ ভূইয়া (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মো. আতিকুর রহমান (কর্মসংস্থান বিষয়ক সম্পাদক) এবং জুনায়েদ হাসান (ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক) প্রমুখ।
সভাপতি ফেরদৌস আহমেদ বলেন, আমাদের ময়মনসিংহবাসীর জন্য এটি একটি আনন্দের বিষয়। যুক্তরাজ্যে এখন আমাদের নিজস্ব একটি কমিউনিটি সংগঠন গড়ে উঠল। আমি আশা করি, সবাই ভালোবাসা, সংস্কৃতি ও সহযোগিতার মনোভাব নিয়ে একে অপরের পাশে থাকবেন। শুধু ময়মনসিংহের নয়, যুক্তরাজ্যের বাঙালি সমাজের প্রতিটি মানুষের জন্যও আমরা কাজ করতে চাই।
সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, এই সংগঠন ভবিষ্যতে আরও দূর এগিয়ে যাবে। যুক্তরাজ্যে অবস্থানরত ময়মনসিংহের মানুষদের মধ্যে নতুন এক বন্ধন তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।









