ডেস্ক রিপোর্ট : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গনমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নবী হোসেন পরান (৩৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী হোসেন পরান ময়মনসিংহ শহরের ছত্রিশবাড়ী কলোনী এলাকার মোঃ সিদ্দিকের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নবী হোসেন পরান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









