ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১০নং ধুরাইল ইউনিয়নে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ সালমান ওমর রুবেল – সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনের সক্রিয় নেতা – এর উদ্যোগে সোমবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে করোনা বাজার, ডোবারপাড় বাজার, চরগোরকপুর বাজার, আটির বাজার ও পাবিয়াজুরী বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে বিএনপি’র রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরা হয়। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।

মোঃ সালমান ওমর রুবেল বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। জনগণের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় এই দফাগুলোই ভবিষ্যৎ পরিবর্তনের পথ দেখাবে।

স্থানীয় নেতা-কর্মীরা এ সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং রাষ্ট্রকাঠামো সংস্কারের এ ঘোষণাকে ঘরে ঘরে পৌঁছে দিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।