মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনার বিষয় ছিল ‘পরিবেশ দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়’।
অন্যদিকে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন ‘জুলাই-আগস্ট বিপ্লব’ বিষয়ে রচনা প্রতিযোগিতায়।
কুইজ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২০ জন এবং নবম থেকে দশম শ্রেণির ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১৬ জন এবং নবম থেকে দশম শ্রেণির ১৪ জন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুজ্জামান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান, খান বাহাদুর কবির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মতিউর রহমান, খুরশিমুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাজুল ইসলাম সাদী, শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফ খান এবং মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ।

 
							
 
							
 
							
                        
 
							







