নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, জেলা চার দলীয় ও ২০ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী এবং জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ. হান্নান খান বলেছেন- একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য আশার বীজ বপন করা। তাই আসুন, আমরা সবাই মিলে বৃক্ষরোপণে সোচ্চার হই। গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই জীবনধারার প্রতীক।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে সবুজ বাংলাদেশ গড়া এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা।

এই কর্মসূচির আলোকে ‘গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ১ নভেম্বর (শনিবার) বিকাল থেকে রাত পর্যন্ত নগরীর ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের বাশবাড়ি কলোনী, ছত্রিশবাড়ি কলোনী ও নওমহল চান্দুর দোকান মোড় এলাকায় টানা বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হানিফ সরকার, ইকবাল সরকার, কামাল চৌধুরী শামছু, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের সদস্য রাফায়েত খান রাফা, রাজমিক খান রাহি, রৌদ্র, মারুফ, সালমান, ইলহাম ও শের আলম প্রমুখ।

এড. হান্নান খান বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক নয়, এটি দেশের জনগণের জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিভিত্তিক অর্থনীতির পুনর্জাগরণের নীলনকশা। এর মধ্যে পরিবেশ রক্ষা, কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা অন্যতম।

তিনি আরও যোগ করেন- তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে একটি সবুজ, স্বচ্ছ, আধুনিক ও মানবিক বাংলাদেশ। গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষুদ্র প্রচেষ্টা।