নালিতাবাড়ী প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও বিচারের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী'র আয়োজনে উপজেলা পরিষদ গেইট সম্মুখে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নালিতাবাড়ী সনাক সভাপতি এন.এম.সাদরুল আহসান।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের কার্যকর আইনের বাস্তবায়ন করা হলে এর মাত্রা কমে আসবে। তাছাড়া, সামাজিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া যারা ভিকটিম, তাদের ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব ও কর্তব্য। তাই আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা হ্রাস পাবে।
এসময় ইয়েস উপ কমিটির আহবায়ক ও সনাক সদস্য আমিনুল ইসলাম, সনাক সদস্য আব্দুল ফাত্তাহ, আল্পনা সাহা, সূচিত্রা চিসাম, ইয়েস দলনেতা সারোয়ার হোসাইনসহ ইয়েস, এসিজি সদস্যসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।









