গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি মোঃ হানিফ খানকে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
শুক্রবার বিকেলে পাগলা থানার দত্তের বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ ও ভুক্তভোগী জানায়, টিসিবির পণ্য বিতরণকালে একদল সন্ত্রাসী জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার সময় সাংবাদিক মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তারা এ ঘটনা ঘটায়।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ সাংবাদিককে উদ্ধার করে গফরগাঁও সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ ঘটনায় পাঁচ ছয় জনকে চিহ্নিত আসামি করে পাগলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি।
পাগলা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
							
 
							
 
							
                        
 
							








