ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার এবং পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে ২৯ ও ৩০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ নবম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন ২০২৪।
সিরাক-বাংলাদেশ কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী এই সম্মেলনে সহযোগী হিসেবে অংশ নেবে ইউএসএআইডি’র অ্যাডোলেসেন্ট হেলথ এক্টিভিটি, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, বাংলাদেশ ইয়ুথ হেলথ অ্যাকশন নেটওয়ার্ক, কোয়ালিশন অব ইয়ুথ অর্গানাইজেশনস ইন বাংলাদেশ, এফপি ২০৩০, হেলথব্রিডজ ফাউন্ডেশন অব কানাডা, আইপাস বাংলাদেশ, জেপাইগো, মট ম্যাকডোনাল্ড, মেরি স্টোপস বাংলাদেশ, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, শেয়ার-নেট বাংলাদেশ, ইয়ূথ কোয়ালিশন ফর ক্লাইমেট জাস্টিস এবং ইউএনএফপিএ বাংলাদেশসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা। সম্মেলনে পাঁচ শতাধিক কিশোর-কিশোরী ও তরুণদের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নীতি নির্ধারক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের অংশগ্রহণ থাকবে।
এ বছর সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো- যুব ক্ষমতায়ন-সার্বজনীন স্বাস্থ্য শিক্ষা সম্প্রসারনের মাধ্যমে পরিবার পরিকল্পনা ত্বরান্বিত করা,কিশোর স্বাস্থ্যের উন্নয়ন,জলবাযুর ন্যায় বিচার এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা।
সম্মেলনের মূল লক্ষ্য কিশোর-কিশোরী ও তরুণদের পরিবার-পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং নীতিনির্ধারকদের সাথে তাদের মতবিনিময়ের সুযোগ করে দেওয়া। এতে তরুণদের সহযোগিতা ও মতবিনিময় বাড়ানোর মাধ্যমে সামাজিক পরিবর্তনে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে চায় আয়োজক ও সহযোগী সংস্থাগুলো।
সম্মেলনের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মধ্যে থাকছে ইন্টারেক্টিভ সেশন ও কর্মশালা, যেখানে নীতি উন্নয়ন, অ্যাডভোকেসি কৌশল এবং যুব-বান্ধব পরিবার পরিকল্পনা সেবা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া সম্মেলনটি হাইব্রিড মডেলে পরিচালিত হতে চলেছে, যার মাধ্যমে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অনলাইন ও অফলাইন ফরম্যাটেও অংশগ্রহণ করবেন।
অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং নীতিনির্ধারকদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন, যা যুবস্বাস্থ্য নীতিতে অর্থবহ পরিবর্তন আনার জন্য পারস্পরিক সহযোগিতা তৈরি করবে।
২০১৬ সাল থেকে আয়োজিত এ সম্মেলন প্রতি বছর তরুণের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে, যেখানে তারা পরিবার পরিকল্পনা, সার্বজনীন প্রজনন স্বাস্থ্য শিক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং লিঙ্গ সমতা নিয়ে তাদের উদ্বেগ ও সমাধানের প্রস্তাব তুলে ধরতে পারে।

 
							
 
							
 
							
                        
 
							






