কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণায় কেন্দুয়া উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি কেন্দুয়া ২৬১ তম উপ শাখার শুভ উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
সোমবার (৩ নভেস্বর) সকাল ১১টার দিকে কেন্দুয়া পৌর সদরে সাউদপাড়া মোড়ে রজব আলী ভবনে পুবালী ব্যাংকের এই উপ শাখার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি’র নেত্রকোণা জেলা শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান।
গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ অঞ্চলের প্রধান,উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, পুবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চল প্রধান,উপ- মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, পূবালী ব্যাংক কেন্দুয়া উপশাখার সিনিয়র অফিসার ও ব্যবস্থাপক প্রলয় কুমার গুপ্ত,পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম ওমর ফারুক, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক লাইমুন হোসেন ভুঞা, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, লিসা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী, কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন খোকন, মেসার্স হুমায়ুন ট্রেডার্স এর সত্ত্বাধিকারী হুমায়ুন কবীর।
এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি,গন-মাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উপ শাখা উদ্বোধনের মাধ্যমে কেন্দুয়া ও আশপাশের এলাকার জনগণ আরও উন্নত ব্যাংকিং সেবা পাবেন। পূবালী ব্যাংক পিএলসি জনগণের আস্থার প্রতীক হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 
							
 
							
 
							
                        
 
							







