মুক্তাগাছা প্রতিনিধি: ”পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ এ প্রতিপাদ্যে উন্নত প্রযুক্তির নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রথম সংশোধিত প্রকল্পের অধিনে, মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলানায়তনে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হাসমত আলী আকন্দ, কৃষি অফিসার সেলিনা পারভীন, উপজেলা পাট পরিদর্শক হুমায়ুন কবির খান, সহকারী পরিদর্শক শ্রী চরণী চন্দ্র রায় প্রমুখ।
এ সময় মুক্তাগাছা উপজেলার ৭৫জন পাট চাষীদের মাঝে প্রশিক্ষণ শেষে পাটের তৈরি ব্যাগসহ উপকরণ বিতরণ করা হয়।

 
							
 
							
 
							
                        
 
							






