নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ভুঞাপুরে নৌকায় জোরপূর্বক ভোট দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও বিশৃঙ্খলার কারণে একটি কেন্দ্রে ভোটপ্রদান স্থগিত করা হয়েছে।
ভোটাররা জানান, নৌকার কর্মীরা প্রকাশ্যে সিল মারতে ছিল। এসময় নৌকার সঙ্গে এক ইউপি সদস্য প্রার্থীর সিলও মারতে ছিল। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
রবিবার (২৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। জানা গেছে, কেন্দ্রে জোরপূর্বক ভোট প্রদানকে কেন্দ্র নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
আলেয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভোট দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের ভিতর দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হলে সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

 
							
 
							
 
							
                        
 
							






