শেখ শামীম : হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন করেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম। মঙ্গলবার দুপুর ১২টা থেকে এক ঘন্টাব্যাপী কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের মতো কর্মসূচী পালন করা হয়।
এ মানববন্ধনে কলমাকান্দা উপজেলা হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের আহ্বায়ক সুধাংশু কান্ত নন্দীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা হাওরের পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা করার জন্য হিজল, করজ ও নানা প্র্রজাতির গাছ লাগাতে হবে, মাছ ও পাখির অভয়াশ্রম হতে হবে এবং তার সুরক্ষাও করতে হবে, বাংলাদেশের মােট ধানের ৩৫ শতাংশ হাওর অঞ্চলে উৎপাদিত হয়। ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্য হাওর এলাকায় এলএসডি গুদাম ও উৎপাদিত সব্জির জন্য কোল্ডস্টোরেজ স্থাপন সহ আট দফা দাবী তুলেন ধরেন বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যাপক পুতুল রঞ্জন রায়, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম নেত্রকোনা জেলা কমিটির যুগ্ম আহব্বায়ক মো. শামছুজ্জোহা ফরিদ ও দুর্গাপুর উপজেলার শাখার আহব্বায়ক মো. আসলাম গণি তালুকদার সহ আরো অনেকে।










