ধোবাউড়া প্রতিনিধি : ময়মসসিংহের ধোবাউড়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইনকে রাজাকার বলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রিয়তোষ বিশ্বাস বাবুলের শাস্তির দাবী করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং সকল মুক্তিযোদ্ধাবৃন্দ প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন বলেন, গত ইংরেজি ২৩/১০/২০২০ তারিখে ময়মনসিংহের জেলা আওয়ামীলীগের সভাপতির নির্দেশে সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে দলের গঠনতন্ত্র মোতাবেক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আঃলীগের সহ-সভাপতি নূর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মীর ইব্রাহীম, বীরমুক্তিযোদ্ধা এস কে হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনোয়ার হোসেন রিপন, ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি, প্রতিষ্টাতা আহ্বায়ক মহিউদ্দিন তৌফিক টিটু, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক অরন্য ইমরান, শেখ আসাদুজ্জামন খোকন মন্ডল প্রমুখ।










