শেখ শামীম : নেত্রকোণার কলমাকান্দায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদে শনিবার সকাল ১১’টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা পরিষদ মাল্টিপারপাস কাম অডিটোরিয়াম হল রুমে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

এ সময় স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

সমবায়ী নেতা মো.এনামুল হকের সঞ্চালনায় 'সমবায় ভিত্তিক সমাজ গড়ি “বঙ্গন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য আলোকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার। উক্ত আলোচনা সভায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।