নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু (৭২) দীর্ঘদিন নানা ব্যধিতে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টা ৩৮মিঃ মৃত্যুবরণ করেছেন।
শনিবার বিকেলে সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসন ও দুর্গাপুর থানা পুলিশ এই বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, ওসি শাহনুর এ আলম। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় নেত্রকোনা-১ আসনের সাংসদ মানু মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস ছালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমি, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন গুলো শোক জানিয়েছেন। পরিশেষে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানিয়ে পৌর কবরস্থানে দাফন করা হয়। (নির্মলেন্দু সরকার বাবুল)










