শেখ শামীম : নেত্রকোণার কলমাকান্দায় ডাকবাংলা মোড় এলাকায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলার দখলে থাকা এগারোটি ও মো. সিদ্দিক মেকানিজর দখলে থাকা দশটি দোকান ঘর ভেঙে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদারের নেতৃত্বে সর্বস্তরের লোকজন মিলে ওই সরকারি জায়গা উদ্ধার করেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার ডাকবাংলা মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে শেখ গোলাম মৌলা ও সিদ্দিক ম্যাকানিজ দীর্ঘদিন ধরে দোকান ঘর নির্মাণ করে তা ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এটি জনগুরুত্বপূর্ণ মোড়। কলমাকান্দা সরকারি কলেজ, বিশরপাশা বাজার, পাঁচগাঁও বাজারসহ সীমান্তবর্তী এলাকার প্রায় কয়েক হাজার লোকজন ওই মোড় দিয়ে প্রতিদিন চলাচল করে থাকেন। তাছাড়া প্রতিদিন চলাচল করে ছোট বড় অসংখ্য যানবাহন। দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ সরকারি জায়গাটি দখল করে রাখায় রাস্তাটিতে সবসময়ই যানজট লেগেই থাকে।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার বলেন, শেখ গোলাম মৌলা চেয়ারম্যান থাকার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে সরকারি ওই জায়গায় দোকান ঘর নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। জনগুরুত্বপূর্ণ ওই জয়গাটি উদ্ধার করা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। তাই জনসাধারণকে সঙ্গে নিয়ে সরকারি জায়গাটি উদ্ধার করা হয়েছে।