কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় জালিয়ার হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন হাওর বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইমলাম। কেন্দুয়ায় হাওর এলাকার রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে এমপি অসীম কুমার উকিলের আমন্ত্রনে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় পরিদর্শনে আসেন তিনি।

তিনি কেন্দুয়া জালিয়ার হাওরের সম্ভাবনাময় পর্যটন স্পট তাম্বলীপাড়া রাস্তা ও ট্রলার যোগে মাহমুদপুর বাজার হতে আগার ফেরীঘাট রাস্তাসহ কয়েকটি এলাকা পরিদর্শন শেষে মাহমুদপুর বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় মোঃ নজরুল ইসলাম বলেন, যেগুলো রাস্তা দেখে আসলাম সেগুলোর কাজ খুব শীঘ্রই শুরু হবে। কৈজানি নদীর ওপর ব্রীজটি হবে। এছাড়া অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে পর্যায় ক্রমে সবগুলো করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় অসীম কুমার উকিল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউএনও মোঃ মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূইঁয়া, কেন্দুয়া থানা ওসি, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান, সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ, পৌর আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান ভূইঁয়াসহ আওযামী লীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।