সংবাদদাতা : এক নারীকে তুলে নিয়ে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল বাকৃবি শাখার দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য তরিকুল ইসলাম তুষার সহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় আজকে প্রকাশ্যে ধর্ষণ করেছে। আজ সারাদেশে নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনার উৎসব চলছে। আমরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।










